শক্তিরূপ অর্ঘ্য অর্পণ

শক্তিরূপ অর্ঘ্য অর্পণ


মহত্তম অর্থাৎ প্রকৃতি, দেবদেবী বা কোন দিব্য ব্যক্তিত্ব যেমন গুরু, ইষ্টদেব অথবা ঋষিগণকে আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে অর্ঘ্য অর্পণ করার একটি সহজতম উপায়। আমরা পঞ্চভূতকে শক্তিরূপ অর্ঘ্য অর্পণ করতে পারি, পঞ্চভূত অর্থাৎ প্রকৃতির পাঁচটি উপাদান যথাক্রমে অগ্নি, বায়ু, জল, পৃথিবী এবং আকাশ প্রতিটিকেই বোঝানো হয়েছে।

Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

উদ্দেশ্য


দেব-দেবী অথবা প্রকৃতি যাঁদের আমরা সর্বময় সত্তা হিসেবে মনে করি, তাঁদের বন্দনা করবার জন্য।

কোন আচার-অনুষ্ঠানের সাহায্য ছাড়াই আমাদের ভক্তি ও পূজা-প্রার্থনা জানাতে।

পদ্ধতি


একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বসুন এবং স্থানটি শক্তির মাধ্যমে পরিশুদ্ধ করুন।

কল্পনা করুন হাতে একটি ৩ ফুটের আলোক বলয় ধরে আছেন।

প্রেম-ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মাধ্যমে বলয়টি সোনালী আলোক দিয়ে পরিপূর্ণ করুন ( আপনার যতক্ষণ সময় লাগে নিতে পারেন )।

মনে মনে এখন সেই আলোক বলয়টি প্রকৃতি-মা অথবা দিব্য ব্যক্তিত্বের উদ্দেশ্যে অর্পণ করুন।

Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

কে


যে কোনো কেউ

কোথায়


ঘরের বাইরে অথবা ভেতরে।

কখন


দিনের যেকোনো সময়। কোন মন্দির অথবা পুজো স্থানে গেলে সেই স্থানের অধিষ্ঠাত্রী দেব-দেবীকে আমরা এইভাবে অর্ঘ্য অর্পণ করতে পারি।

কতক্ষণ


ন্যূনতম পাঁচ মিনিট।

উপকারিতা


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

দিব্য ব্যক্তিত্বের কাছ থেকে আশিস এবং পথনির্দেশনা গ্রহণ করতে।

প্রকৃতি অথবা প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে রক্ষা পেতে।

প্রকৃতি এবং ঈশ্বরের সঙ্গে সম্প্রীতি, একতা এবং আন্তরিক সম্পর্ক স্থাপন করতে ।

আমাদের সজ্ঞা(Intuition) এবং সতর্কতার অনুভূতিকে তীক্ষ্ণ করতে।