আপডেটসমূহ | ব্রহ্মঋষি হারমিটেজ

আপডেটসমূহ


  • জুলাই ২১, ২০২৪

    গুরু পূর্ণিমা উদযাপন

    গুরু পূর্ণিমা- গুরুর অপরিসীম কৃপা ও আশীর্বাদ পাওয়ার দিন এবং গুরু ও গুরু-পরম্পরার প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোরও একটি বিশেষ দিন। মহাঋষিগণ বলেন, প্রকাশিত আলোক জ্যোতির সারমর্ম হল গুরুতত্ত্ব যা অপ্রকাশিত পরমব্রহ্মের অংশ। শুধুমাত্র অল্প কিছু মানুষই এই সারতত্ত্ব গ্রহণ করতে পারেন। এই বিশেষ কিছু ভাগ্যবান মানুষই ঈশ্বরের দূত যাঁরা পৃথিবীর আধ্যাত্মিক চেতনার উত্তরণের জন্য পূর্ব নির্ধারিত হয়ে আছেন। গুরু পূর্ণিমার এই পূত-পবিত্র দিনে আমরা ঈশ্বরের সেই সকল দূতগণকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার মাধ্যমে এই বিশেষ দিনটি উদযাপন করি।

    ব্রহ্মঋষি হার্মিটেজের (Brahmarishis Hermitage) ধ্যানকারীরা গভীর শ্রদ্ধা-ভালোবাসা, কৃতজ্ঞতা ও ভক্তির সঙ্গে গুরু পূর্ণিমা পালন করেছেন। গুরুদেব শ্রী দেবাত্মানন্দ শামবালাজীর তত্ত্বাবধানে তারা ধ্যানের মাধ্যমে উচ্চ স্তরের মহান গুরুগণের অপরিসীম কৃপা-আশীর্বাদে ধন্য হয়েছেন।

    গুরু পূর্ণিমার আগেরদিন, একটি ক্রিয়া-শিক্ষার অধিবেশন অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন ক্রিয়া এবং মুদ্রার শিক্ষাদানের মাধ্যমে ধ্যানকারীদের সাধনার উৎকর্ষ বৃদ্ধির প্রয়াস নেওয়া হয়েছিল।

  • ৩০শে জুন, ২০২৪

    ফ্রি আয়ুর্বেদ মেডিকেল ক্যাম্প, আয়োজনে ব্রহ্মঋষি হারমিটেজ, চিক্কাগুবি, বেঙ্গালুরু

    শ্রীদেবাত্মানন্দ শামবালা কর্তৃক প্রতিষ্ঠিত ব্রহ্মঋষি হারমিটেজ দ্বারা একটি বিনামূল্যে আয়ুর্বেদ মেডিকেল শিবিরের আয়োজন করা হয় ৩০শে জুন, ২০২৪ তারিখে বেঙ্গালুরুর চিক্কাগুবিতে। এই শিবিরের অন্যতম লক্ষ্য ছিল জনমানসে আয়ুর্বেদ বিষয়ে সচেতনতা গড়ে তোলা, সেইসঙ্গে রোগ নিরাময়ে এবং জীবনযাত্রার নক্সা পরিবর্তনে আয়ুর্বেদের কার্যকরী ভূমিকা সম্পর্কে জনগণকে অবগত করা।

    একদল নিবেদিত আয়ুর্বেদ চিকিৎসক, ইন্টার্ন এবং ব্রহ্মঋষি হারমিটেজের স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত এই শিবিরে ৪৪জন বিভিন্ন বয়সী ও বিভিন্ন অর্থনৈতিক অবস্থান থেকে আগত অংশগ্রহণকারীকে বিনামূল্যে পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। চিক্কাগুবির নিকটবর্তী গ্রামাঞ্চলের মানুষেরাও সক্রিয়ভাবে এই শিবিরে যোগদান করেন। সমগ্র কার্যক্রমটি একটি নিরাপদ সুস্থ সুন্দর পরিবেশে আয়োজিত হয়। সেইসঙ্গে, আগামীদিনে ফলো-আপ শিবিরের (Follow-up camps) পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে যাঁরা এই শিবিরে অংশগ্রহণ করেছেন, তাঁরা নিরবচ্ছিন্নভাবে পরবর্তী সহযোগিতা পেতে পারেন।

    এই আয়ুর্বেদ মেডিকেল শিবির ঐতিহ্যগত স্বাস্থ্য পরিচর্যার দ্বারা আগামীদিনে নীরোগ সমাজ গঠনের লক্ষ্যে সুপ্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের গভীর ভূমিকা সম্পর্কে একটি লক্ষণীয় পদক্ষেপ বলা চলে।

  • জুন 21, 2024

    সৎজ্ঞান যোগ সাধনা

    আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দের দ্বারা আয়োজিত "সৎজ্ঞান যোগসাধনা" (SYS) প্রকল্প অনুষ্ঠিত হয় ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (BEL) বেঙ্গালুরু ক্যাম্পাসে। এই কার্যক্রমটিতে প্রায় ১৩০ জন ছাত্র এবং কর্মী সদস্য অংশগ্রহণ করেছিলেন। গুরুদেব শ্রীদেবাত্মানন্দ শামবালা এই কার্যক্রম অধিবেশনে স্বয়ং উপস্থিত ছিলেন এবং অংশগ্রহনকারী সদস্যবৃন্দের প্রতি আধ্যাত্মিক পথনির্দেশনা প্রদান করেন।

  • জুন 10 - 14, 2024

    সৎজ্ঞান যোগ সাধনা

    URSC, ISRO বেঙ্গালুরুর কর্মীদের জন্য ISITE ক্যাম্পাসে ব্রহ্মঋষি হারমিটেজের তত্ত্বাবধানে "সৎজ্ঞান যোগসাধনা" বা Satgynana Yoga Sadhana (SYS) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

  • ৮ই মার্চ ২০২৪

    মহাশিবরাত্রি

    মহা শিবরাত্রি, একজন ব্যক্তির জীবন এবং সমগ্র বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয় একটি দিন, অজ্ঞানতার অন্ধকারের ঊর্ধ্বে বিজয়প্রাপ্ত হওয়ার একটি আনন্দময় উৎসব। আধ্যাত্মিক অন্বেষণকারীদের কাছে, বিশেষতঃ যাঁরা ধ্যানসাধনা করেন, তাঁদের ধ্যান-সাধনার জন্য এই মহতী রাত বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনের ধ্যানের মাধ্যমে তেজশক্তির অনুভব, কর্মদহন, আত্মিক জাগরণ ও শুদ্ধিকরণ ঘটে।

    এই বছর মহা শিবরাত্রি অনুষ্ঠিত হয় ৮ই মার্চ ২০২৪। অনুষ্ঠান শুরু হয়, মহাশক্তিশালী শিবরক্ষা স্তোত্রের সংরক্ষণী আবরণীর ভিতর, এই মহামন্ত্র অনুষ্ঠানের প্রেক্ষাপটে উচ্চারিত হয়ে চলেছিল। গুরুদেব শ্রীদেবাত্মানন্দ শামবালাজী'র প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সৎসঙ্গে, মহাশিবরাত্রির দিব্য রাত্রে উপস্থিত সকল সাধকের  কন্ঠে পঞ্চাক্ষরী মন্ত্রোচ্চারণ দ্বারা সমাধির উদ্দেশে ধ্যান সাধনা অনুষ্ঠিত হয় এবং বিল্বপূজা সাধন করা হয়।

    সেইসঙ্গে, সারারাত ব্যাপী সকল সাধককে জাগ্রত রাখতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাও হয়েছিল। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরদিন ৯ই মার্চ ২০২৪ ভোর ৫.৩০মিনিটে সমাপ্ত হয়। এই পূতপবিত্র মহাশিবরাত্রির অনুষ্ঠানের অন্তিমপর্বে সকল সাধকবৃন্দ গুরুদেব শ্রীদেবাত্মানন্দ শামবালাজী'র বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন এবং তাঁরা তাঁদের মূল্যবান অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

  • সেপ্টেম্বর 20 - অক্টোবর 1, 2023

    চারধাম যাত্রা

    গুরুজী শ্রীদেবাত্মানন্দ শামবালাজী'র তত্ত্বাবধানে ও পরিচালনায় প্রায় ৬০সদস্যের (যাঁদের মধ্যে দীক্ষিত ধ্যানসাধক ছাড়াও অন্যান্য ব্যাক্তিরাও ছিলেন) একটি তীর্থদলের ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চারধাম যাত্রার অংশ হিসেবে দিব্যতেজশক্তি সম্পন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তীর্থস্থান পর্যটনের সুযোগ ঘটেছিল। এই তীর্থযাত্রার উদ্দেশ্যই ছিল কর্মফলের দহন ঘটানো। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শন সহ যে সমস্ত তীর্থে ভ্রমণ করা হয়, তা হল- উত্তরকাশী, ধারীদেবী মন্দির, রুদ্রপ্রয়াগ, ব্যাসগুহা এবং বশিষ্ঠগুহা।

  • জুলাই 3, 2023

    গুরু পূর্ণিমা উদযাপন

    গুরু পূর্ণিমা, যা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত- দিনটি ঈশ্বরসাক্ষাৎপ্রাপ্ত আধ্যাত্মিক গুরুগণের উদ্দেশ্যে নিবেদিত গুরুশিষ্য পরম্পরার বিশেষ উদযাপন। আধ্যাত্মিক সাধকদের জীবনে এই দিবসটি সর্বাপেক্ষা মাহাত্ম্যপূর্ণ যেহেতু এই দিনে তাঁরা তাঁদের দিব্যগুরুগণের প্রতি অন্তরের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অর্পণ করে। এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আষাঢ় মাসের এইসময়েই সাক্ষাৎ পরব্রহ্মলোক থেকে প্রত্যক্ষভাবে দিব্যতেজশক্তির অবতরণ ঘটে। এই বছর বিবেকানন্দ ধামে যথাযথ মর্যাদা ও মহিমায় গুরুপূর্ণিমার দিনটি উদযাপিত হয়েছে জুলাই মাসের ৩ তারিখে। এই দিবসটি সর্বোচ্চ পবিত্রতার সঙ্গে পালিত হয়েছে।

  • মে 20 - 22, 2023

    তপস্যা (Tapas) - স্তর ১ (ব্যাচ ২)। অখণ্ড ধ্যান (প্রভু শ্রী কল্কি জয়ন্তী)

    মে মাসের ২০ ও ২১ তারিখে গুরুজী শ্রীদেবাত্মানন্দ শামবালাজী বিশেষ ধ্যান অধিবেশন পরিচালনা করেন এবং বিভিন্ন ব্যায়াম, ক্রিয়াসমূহ, যোগাসন, সূর্য নমস্কার, পূর্বধ্যান ক্রিয়া এবং অন্যান্য অনুশীলন, যেগুলি পূর্ববর্তী বিভিন্ন সমাগমে (Retreat) শেখানো হয়েছিল, সেগুলির নতুন আঙ্গিক শেখান। মে মাসের ২২তারিখে সকাল ৬.৩০-১২.৩০ পর্যন্ত অখণ্ড ধ্যান পরিচালিত হয়। এই দিনটি প্রভু শ্রী কল্কিজয়ন্তী হিসেবে পরম তাৎপর্যপূর্ণ।

  • মে 18, 2023

    গুরুজী কৃষ্ণানন্দ জয়ন্তী

    ১৮ই মে গুরুজী কৃষ্ণানন্দ-জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ধ্যান অধিবেশন পরিচালিত হয় বিবেকানন্দ ধামে বেলা ১১.৩০মি. থেকে ১.০০মি. পর্যন্ত। শ্রীদেবাত্মানন্দ শামবালা জী একটি অনলাইন অধিবেশনের মাধ্যমে সমস্ত ধ্যানকারীর সঙ্গে সংযোগ করেন এবং সকলকে আশীর্বাদ প্রদান করেন।