সিদ্ধাগণ
সিদ্ধাগণ- প্রকৃতপক্ষে জীবন্মুক্ত, নিশ্ছিদ্র অতীন্দ্রিয় যোগী এবং অধ্যাত্ম-বিজ্ঞানী, যাঁদের সাধনা প্রকৃতপক্ষে দেব-সাক্ষাৎকারেরও (Enlightenment) অতীত। সিদ্ধাগণ রসায়নবিদ। মহাত্মা ঋষিগণের মতোই তাঁদের অবস্থান একটি অতিবিশেষ শ্রেণীতে।
মানবতার সেবায় সিদ্ধাগণের অবদান প্রভূত, বিশেষ করে যোগ, তন্ত্র, জ্যোতিষ, রসায়ন, যুদ্ধবিদ্যা, ঔষধিবিদ্যা, ‘মর্মবিদ্যা’ (Varmalogy)* ইত্যাদি ক্ষেত্রে।
৬৪টি শক্তির কথা বা ৬৪সিদ্ধির কথা অতি প্রসিদ্ধ। প্রত্যেক সিদ্ধা অষ্টসিদ্ধির অধিকারী- অষ্টম সিদ্ধি হল ৬৪ সিদ্ধির অন্যতম একটি বিশেষ শক্তি। সিদ্ধাগণ শক্তির উৎসমূলে কাজ করেন। ১৮জন মহাসিদ্ধা আছেন, যাঁরা চৌষট্টি সিদ্ধির প্রত্যেকটি ক্ষমতার অধিকারী। সিদ্ধাগণ তাঁদের সমস্ত ক্ষমতা কেবলমাত্র মানবতার সাহায্যার্থেই ব্যবহার করে থাকেন। ১৮ জন সিদ্ধা প্রত্যেকেই সূক্ষ্ম শরীরে প্রত্যেক জাগতিক ব্যক্তির সঙ্গে সংযোগ করতে পারেন, যাঁরা নিজেদের আধ্যাত্মিক উন্নতি ঘটাতে সচেষ্ট।
১৮ জন মহাসিদ্ধা: নন্দীদেবর (Nandidevar), অগস্ত্যিয়র (Agasthyar), পতঞ্জলি (Pathanjali), তিরুমূলার (Thirumoolar), কালাঙ্গি নাথর(Kalangi Nathar), ভোগানাথর (Bhoganathar), কোঙ্কানার (Konkanar), কাকাভূজঙ্গার (Kakabhujangar), গোরক্ষর (Gorakkar), পুলিপানি (Pulipaani), সত্তাইমুনি (Sattaimuni), কমলমুনি (Kamalamuni), রামাদেবর (Ramadevar), ইদাইকাত্তু সিদ্ধার (Idaikaattu Siddhar), মাচামুনি (Machamuni), কারুভূরর (Karuvoorar), পাম্বাত্তি সিদ্ধার (Pambatti Siddhar) এবং কুথামবাই সিদ্ধার (Kuthambai Siddhar).
আমাদের অনুসরণ করুন
সমস্ত কোটেশন দেখতে ...