গায়ত্রী মন্ত্র
ওঁ ভূভুর্বঃ স্বঃ
তৎসবিতুর্বরেণ্যং
ভর্গো দেবস্য ধীমহি
ধিয়ো য়ো নঃ প্রচোদয়াত্।
এই শক্তিশালী মন্ত্রটি বিশ্বামিত্র মহাঋষির অবদান। এই মহান মহাঋষির সন্নিকটে পরমাত্মা বা পরম আলোকজ্যোতি নিজেকে দেবী গায়ত্রী হিসেবে প্রকাশ করেন। মহাঋষি তখন সে মন্ত্রই, সর্বোচ্চ আধ্যাত্মিক স্তর প্রাপ্তির সহায়তায় সমগ্র মানবজাতির কাছে উপহারস্বরূপ প্রদান করেন। এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমরা প্রত্যক্ষভাবে দেবী গায়ত্রীকে আবাহন করতে পারি এবং তাঁর থেকে পবিত্রতম দিব্যশক্তি আহরণ করতে পারি।
উৎপত্তিগতভাবে গায়ত্রী মন্ত্র তিনটি স্তবকে রচিত। অতীতের মহাযুগসমূহে ( একটি মহাযুগের বৃত্ত সম্পূর্ণ হয় সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগের সমন্বয়ে) যখন মানুষ অত্যন্ত শক্তিশালী ছিল, তখন খুব সহজেই তাঁরা এই মন্ত্রের তিনটি স্তবকই আবৃত্তি করতে পারতেন। যদিও, ২২তম মহাযুগ থেকে যখন মানুষের গ্রহণের ক্ষমতা কমতে আরম্ভ করল, তখন থেকেই আমরা মাত্র একটি স্তবক উচ্চারণের মাধ্যমে এই মন্ত্র জপ করে থাকি, যেটিই এখনো পর্যন্ত বলবৎ। যাইহোক, এই একটি স্তবকই বর্তমান সময়ের সাপেক্ষে বোধিসত্ত্ব লাভ করার জন্য অত্যন্ত শক্তিশালী।
পৃথিবী (ভূর), গ্রহমণ্ডলী(ভুবঃ), এবং নক্ষত্র মণ্ডলী (স্বঃ), তীব্র গতিতে ঘূর্ণায়মান এবং এর ফলে যে নাদ বা শব্দ উৎপন্ন হচ্ছে, তা হল ওঁম "AUM" ( নিরাকার ঈশ্বরের নাম)। সেই পরমব্রহ্ম (তৎ) যিনি নিজেকে প্রকাশ করেন সূর্যালোকের মাধ্যমে (সবিতুর), তিনি পরম বরণীয় বা পরম শ্রদ্ধার্হ (বরেণ্যং)। সুতরাং, আমরা সকলে সেই ঈশ্বরের (দেবস্য) আলোকের (ভর্গো) উপর ধ্যান (ধীমহি) করবো এবং ওঁম মন্ত্র উচ্চারণ করব। সেই ঈশ্বর (য়ো) যেন আমাদের মেধা বা মননময় শক্তিকে (ধিয়ো) পরিচালনা(নঃ) করেন সঠিক পথে (প্রচোদয়াত্)।
মন্ত্রের অর্থ
পৃথিবী (ভূর), গ্রহমণ্ডলী(ভুবঃ), এবং নক্ষত্র মণ্ডলী (স্বঃ), তীব্র গতিতে ঘূর্ণায়মান এবং এর ফলে যে নাদ বা শব্দ উৎপন্ন হচ্ছে, তা হল ওঁম "AUM" ( নিরাকার ঈশ্বরের নাম)। সেই পরমব্রহ্ম (তৎ) যিনি নিজেকে প্রকাশ করেন সূর্যালোকের মাধ্যমে (সবিতুর), তিনি পরম বরণীয় বা পরম শ্রদ্ধার্হ (বরেণ্যং)। সুতরাং, আমরা সকলে সেই ঈশ্বরের (দেবস্য) আলোকের (ভর্গো) উপর ধ্যান (ধীমহি) করবো এবং ওঁম মন্ত্র উচ্চারণ করব। সেই ঈশ্বর (য়ো) যেন আমাদের মেধা বা মননময় শক্তিকে (ধিয়ো) পরিচালনা(নঃ) করেন সঠিক পথে (প্রচোদয়াত্)।
আমাদের আত্মা হলো আমাদের ভেতরকার সূর্য এবং আমাদের মানবতন্ত্রের চালক, কিন্তু মদগর্বী নেতিবাচক প্রভাব যাকে অহং বা ইগো বলা হয়, তার প্ররোচনায় আমরা আমাদের আত্মার কণ্ঠকে (voice of the soul) অস্বীকার করি।পৃথকীকরণের দ্বারা সঠিক পছন্দকে বেছে নেওয়া, তাকে জানা এবং সেই অনুযায়ী আত্মার নির্দেশ মতো কাজ করার বিষয়টি মননশক্তির তত্ত্বাবধানে ঘটে, যা আত্মা ও মনের মধ্যবর্তী মননময় স্তর (Intellectual Sheath) থেকেই আসে।
এই মন্ত্র পৃথকীকরণের বিচক্ষণতার মধ্য দিয়ে সঠিক নির্বাচনের ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে এবং তাকে সূতীক্ষ্ণতর করে তোলে। এছাড়া, এই মন্ত্রের সাহায্যে আমাদের অন্তর্গত সূর্যকে আবাহন করা যায় এবং দিব্য উজ্জ্বলতাকে বিচ্ছুরিত হতে সাহায্য করে।
উদ্দেশ্য
উদ্দেশ্য: পৃথকীকরণের ক্ষমতার মাধ্যমে (Power to discriminate) আমাদের মেধা বা মননময় কোষকে আলোকিত করে তোলা।
কে
কে বা কারা করতে পারে: সাত বছরের ঊর্ধ্বে যে কেউ।
কোথায়
কোথায় করা যায়: ঘরের মধ্যে অথবা বাইরে।
কখন
সূর্যোদয়, মধ্যাহ্ন বা দুপুর এবং সূর্যাস্তের সময়।
কতক্ষণ
সূর্যোদয়, মধ্যাহ্ন অথবা সূর্যাস্তের সময় ২১/৫১/১০৮ বার করে এই মন্ত্র আবৃত্তি করতে হবে (দিনের যেকোনও একটি পর্বে অথবা তিনটি পর্বেই)।
নির্দেশিকা
এই মন্ত্র উচ্চারণের সময় এই মন্ত্রের অর্থ গভীরভাবে আত্মসাৎ করতে হবে এবং এর অর্থের উপর গভীর মনোযোগ স্থাপন করে ধ্যান করতে হবে। যান্ত্রিকভাবে এই মন্ত্রের উচ্চারণে কোনো ফল নাও হতে পারে।
সঠিক স্বরে, সুরে, শৈলীতে এবং উচ্চকন্ঠের উচ্চারণে এই মন্ত্রের জপ করা বাঞ্ছনীয়। যদিও, মনে মনে নিঃশব্দ উচ্চারণের দ্বারা এই মন্ত্র আমাদের ধ্যানসাধনায় আরো বেশি মনোযোগ এবং শক্তি প্রদান করে।
উপকারিতা
নিরবচ্ছিন্ন গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে নিম্নলিখিত শারীরবৃত্তীয়, মানসিক এবং আধ্যাত্মিক উপযোগিতা লাভ করা সম্ভব
সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে।
মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে।
শরীর ও মন থেকে যাবতীয় ক্লান্তি, চাপ ও যন্ত্রনা দূর করতে।
অন্তর নির্দেশনা লাভ করতে।
আত্মপ্রত্যয় বৃদ্ধিতে।
আশাবাদী হয়ে উঠতে সাহায্য করে।
সঠিক নির্বাচন করতে সাহায্য করে।
পূর্বজন্মে আমাদের দ্বারা যদি কোনও অত্যন্ত ক্ষতিকারক কর্ম সম্পাদিত হয়ে থাকেও, তবে এ জন্মে সেই কাজের কর্মচিহ্ন (karmic imprint) সমূলে বিনাশ করতে সাহায্য করে।
প্রসারিত সর্তকতা ও সচেতনতার দ্বারা ধ্যানের গুণগত মান বাড়াতে।
আমাদের মনে বৈরাগ্য আনতে।
জ্ঞান অর্জন করতে সাহায্য করে।
আত্মিক স্তরে কোন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
আধ্যাত্মিক লক্ষ্য পূরণে এবং ধর্মের পথে অবিচল থাকতে আমাদের সাহায্য করে।
আমাদের অনুসরণ করুন
সমস্ত কোটেশন দেখতে ...