সংস্থা | কার্যধারা | ব্রহ্মঋষি হারমিটেজ

সংস্থা


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

"ব্রহ্মঋষি হারমিটেজ" (Brahmarishis Hermitage) একটি অ-লাভজনক আধ্যাত্মিক সংস্থা।

সাধনার মাধ্যমে আত্ম-সাক্ষাৎকার লাভ' এবং 'মানবতার প্রতি কর্তব্যনিষ্ঠা'- "ব্রহ্মঋষি-হারমিটেজ" মার্গের প্রাথমিক উদ্দেশ্য। মহাঋষি এবং সিদ্ধাগণ অধ্যাত্মবিদ্যার যে শিক্ষা দান করেছেন, ঠিক সেই শিক্ষাই সকল অধ্যাত্ম-সন্ধানীর কাছে পৌঁছে দেওয়া এবং ধ্যান-শিক্ষা প্রদান এই মার্গের অন্যতম লক্ষ্য।

'ব্রহ্মঋষি-হারমিটেজ' মার্গের পরম উদ্দেশ্য হল, দিব্যপ্রেম এবং একাত্মতার সঙ্গে মানব জগতকে 'নবযুগের সত্য' (New Age Realities) তথা 'সত্যযুগ' (Sathya Yuga) এবং 'শামবালা' (Shamballa) সম্পর্কে অবগত করা ও সেই লক্ষ্যে পরিচালিত করা ।

আমাদের পথপ্রদর্শনকারী আলোকবর্তিকা হলেন সপ্তঋষিগণ এবং ১৮ জন সিদ্ধা।

সপ্তঋষি এবং সিদ্ধাগণের দিব্য-আহ্বানে সাড়া দিয়ে, আমাদের গুরুদেব শ্রীদেবাত্মানন্দ শামবালা ২০১৪ সালে "ব্রহ্মঋষি-হারমিটেজ" প্রতিষ্ঠা করেছিলেন।

'ব্রহ্মঋষি-হারমিটেজ' মার্গের ভাবধারা গভীরভাবে প্রথিত এই চিরন্তন সত্যে, যে প্রত্যেক ব্যক্তিই দিব্যসত্তার অংশ এবং ধ্যানযোগে ও ইতিবাচক জীবনবোধের দ্বারা নিজেদের ভিতরের সেই লুকিয়ে থাকা দিব্যসত্তার সঙ্গে সংযোগ করতে পারলে মানবজীবনের সত্যিকারের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা জেগে ওঠে।

'ব্রহ্মঋষি-হারমিটেজ' মার্গের ভাবধারা গভীরভাবে প্রথিত এই চিরন্তন সত্যে, যে প্রত্যেক ব্যক্তিই দিব্যসত্তার অংশ এবং ধ্যানযোগে ও ইতিবাচক জীবনবোধের দ্বারা নিজেদের ভিতরের সেই লুকিয়ে থাকা দিব্যসত্তার সঙ্গে সংযোগ করতে পারলে মানবজীবনের সত্যিকারের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা জেগে ওঠে। "ব্রহ্মঋষি-হারমিটেজ" মার্গের পথ সকলের জন্য উন্মুক্ত। এই অত্যাধুনিক পৃথিবীর বুকে বসবাস করে যাঁরা আধ্যাত্মিক অভিযানের অন্বেষণ করছেন এবং আত্মিক রূপান্তরের জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন, তাঁরা সকলেই গুরুদেব শ্রীদেবাত্মানন্দ শামবালাজী'র তত্ত্বাবধানে ব্রহ্মঋষি হারমিটেজ মার্গে স্বাগত।

কার্যধারা


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

শ্রীদেবাত্মানন্দ শামবালা আধ্যাত্মিক দীক্ষাদান ও পথপ্রদর্শনের মাধ্যমে অধ্যাত্মবিদ্যা সন্ধানীদের আধ্যাত্মিক উত্তরণে (Spiritual Growth) ও ইতিবাচক আত্মিক রূপান্তরের (Inner Transformation) পথে পরিচালনা করে চলেছেন।

এখানে সাধকের সবদিক থেকে উন্নতির জন্য যে যে বিষয়গুলি শেখানো হয়, তা হল- প্রাণায়াম, ধ্যান, উচ্চস্তরের ধ্যানপদ্ধতি, ক্রিয়া, যোগাসন, ইতিবাচক জীবনবোধ গড়ে তোলার প্রস্তুতি বা ইতিবাচককরণ প্রক্রিয়া এবং বিভিন্ন আধ্যাত্মিক কৌশল এবং আরও অনেক কিছু। সাপ্তাহিক সৎসঙ্গ ( প্রশ্নোত্তরসহ দলবদ্ধ ধ্যান-অধিবেশন অনলাইনে পরিচালিত হয়), বিভিন্ন পর্বে আধ্যাত্মিক সমাগম বা রিট্রিটের আয়োজন করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শক্তিকেন্দ্রে তীর্থপর্যটনেরও বন্দোবস্ত করা হয়। নিজেকে নিজেই ও সেইসঙ্গে অন্যদেরও কিভাবে নিরাময় (Healing) করতে পারি, তার আধ্যাত্মিক কৌশল শেখানো হয়।

বর্তমানে আমাদের গুরুদেব শ্রীদেবাত্মানন্দ শামবালা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা আধ্যাত্মিক সাধকদের পরিচালিত করে চলেছেন। আমাদের গোষ্ঠী 'আধ্যাত্মিক জ্ঞান' ('Spiritual Wisdom') নামে একটি দ্বিমাসিক পত্রিকা প্রকাশ করে চলেছেন, যেখানে সাধকদের উপকারার্থে গুরুজী দেবাত্মানন্দ শামবালার বাণী এবং ঋষিগণ ও সিদ্ধাগণের থেকে প্রত্যক্ষভাবে প্রাপ্ত প্রণালীকৃত (Channelled) বিরলতম অধ্যাত্মজ্ঞান প্রকাশিত হয়।