যোগ | প্রেম | শান্তি | সচেতনতা | ব্রহ্মঋষি হারমিটেজ

যোগ


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

যোগ' (Yoga) অর্থে সন্মিলন। যোগ হল নিজের সঙ্গে অথবা নিজের আত্মার সঙ্গে ঈশ্বরের সন্মিলন।

যোগ হলো মিলনের নিরন্তর প্রয়াস । সচেতন অভিনিবেশ ছাড়া কোন যোগ সম্ভব নয়।

বিবিধ শারীরিক বিভঙ্গের মাধ্যমে অথবা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে যখন আমরা যোগাভ্যাস করি, তখন তার ফলশ্রুতিতে হয় হঠযোগ অথবা ক্রিয়াযোগ।

যখন আমরা আমাদের মনের সাহায্যে বিভিন্ন মন্ত্রের আবৃত্তি, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং (অথবা) ধ্যানের মাধ্যমে যোগাভ্যাস করি, তখন তার ফলশ্রুতিতে হয় রাজযোগ।

যখন আমরা আমাদের প্রেম, ভক্তি অথবা বিভিন্ন প্রথার দ্বারা আবেগের মাধ্যমে যোগাভ্যাস করি, তখন তার ফলশ্রুতিতে হয় ভক্তিযোগ।

যখন আমরা আমাদের নিঃস্বার্থ সেবার মাধ্যমে এবং ফলের প্রতি নিরাসক্ত হয়ে স্বার্থশূন্য কর্মের দ্বারা যোগাভ্যাস করি, তখন তার ফলশ্রুতি হলো কর্মযোগ।

যখন আমাদের মননশীল চিন্তার বিভিন্ন বিচার বিবেচনার দ্বারা আত্ম-অনুসন্ধানের মাধ্যমে যোগাভ্যাস করি, তখন তার ফলশ্রুতিতে হল জ্ঞানযোগ।

সব যোগ সম্মিলিতভাবে নিজেকে অথবা 'আত্ম'কে উপলব্ধির মাধ্যমে ঈশ্বর সাক্ষাৎকারের কথা বলে।

একজন ব্যক্তি তার স্বতঃপ্রণোদিত চেষ্টার দ্বারা আত্মোপলব্ধির উপরিউক্ত একটি অথবা সবকটির সম্মিলিত যোগের মাধ্যমে ঈশ্বর উপলব্ধি করতে পারেন।

যোগের পথে অহং একটি বাধা।

একজন যোগী তিনিই, যিনি সদাসর্বদা যোগে প্রতিষ্ঠিত থাকেন।

প্রেম


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

প্রেম আলোক শক্তির এক দৈবিক তরঙ্গ।

প্রেমই আমাদের প্রকৃতি।

প্রেম সর্বশ্রেষ্ঠ মানবিক আবেগ।

প্রত্যেকটি জীবই ভালোবাসা পেতে চায়।

প্রেম বিচারহীন হয়।

প্রেম মানিয়ে নিতে পারে, প্রেম ক্ষমা করে, প্রেম নিরাময় করে, প্রেম পথপ্রদর্শন করে, প্রেম পরিবর্তন আনে।

প্রেমের কোনো সীমা নেই এবং কোনো বাধা নেই।

শান্তি


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

শান্তি হল মনের একটি ভারসাম্যপূর্ণ অবস্থা।

শান্তি পরিপূর্ণ সন্তুষ্টির অবস্থা, যখন আর কোনও চাহিদা থাকেনা।

শান্তি বেঁচে থাকার ভিত্তি।

নীরবতা শান্তি আনয়ন করে।

যখনই আমাদের সঙ্গে অন্যদের ও প্রকৃতির একাত্মতা বজায় থাকে, তখনই শান্তি প্রতিষ্ঠিত হয়।

ব্যক্তিগত শান্তি পারিবারিক শান্তির জন্ম দেয়, যা ক্রমশ সাম্প্রদায়িক স্থিতি এবং বিশ্বশান্তিতে পরিণত হয়।

শান্তির স্পন্দন পৃথিবীর বুক থেকে যেকোনো হিংসা মুছে দিতে সক্ষম।

সচেতনতা


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

সচেতনতা হলো নিজের অন্তরাত্মা এবং বাহ্যিক পৃথিবী সম্বন্ধে জ্ঞাত হওয়ার , সতর্ক এবং মনোযোগী থাকার সক্ষমতা।

সচেতনতা হলো আত্মার সেই দক্ষতা, যার দ্বারা বাস্তবের বিবিধ রূপ সম্বন্ধে জানার এবং বোঝার ক্ষমতা অর্জন করা হয়।

দেহ মন এবং আত্মার অংশগ্রহণের মাত্রা অনুযায়ী সচেতনতার যে শ্রেণীকরণ করা হয়, তা হলো জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা, সুষুপ্তি এবং তূরীয় অবস্থা।

জাগ্রত বা জাগরণ অবস্থা হলো এমন একটি সচেতন অবস্থা যা জগত সংসারের সঙ্গে প্রতিদিনের আদান প্রদানের মধ্যে দিয়ে ঘটে। এক্ষেত্রে দেহ (ইন্দ্রিয় সমূহ) এবং মন (চিন্তারাশি) সক্রিয় থাকে।

স্বপ্ন বা স্বপ্নাবস্থা, সচেতনতার এমন একটি দশা যা ঘুমের মধ্যে ঘটে। এই অবস্থায় দেহ পরোক্ষ অবস্থানে থাকে এবং মননময় কোষ সক্রিয় থাকে।

সুষুপ্তি অথবা গভীর নিদ্রা চেতনতার এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি অ-চিন্তন (no-thought) অবস্থাকে প্রত্যক্ষ করে। এখানে দেহ এবং মন উভয়ই নিষ্ক্রিয় অবস্থায় থাকে।

তুরীয় বা আত্মচেতনা এমন একটি স্তর যখন আত্মা নিজের সম্পর্কে সজাগ থাকে। এই অবস্থায় দেহ অথবা মনের অংশগ্রহণ ব্যতিরেকেই আত্মা সক্রিয় থাকে।

তূরীয় অবস্থা হল সর্বোত্তম চেতন অবস্থা, যার মধ্যে উপরিউক্ত তিনটি চেতনার অবস্থাই অন্তর্ভুক্ত।

চেতনার এই স্তরেই বোধিকল্প শক্তি (intuition) কাজ করতে সক্ষম। তূরীয় অবস্থায় আত্মা স্বয়ং প্রত্যক্ষ করে।

একজন আত্মোপলব্ধিকারী ব্যক্তি, চেতনার অন্যান্য তিনটি অবস্থাকে পশ্চাৎপটে ঠেলে সর্বদা তূরীয় অবস্থাতেই একাত্ম থাকে।

আমাদের সচেতনার স্তরই হল আমাদের আধ্যাত্মিক অগ্রগতির চাবিকাঠি ও নির্ণায়ক।