স্বাধীনতা
◘স্বাধীনতা হলো আত্মার মৌলিক প্রকাশ।
◘স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় তখনই যখন আত্মা বা অহম নিজে একটি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে।
◘স্বাধীন হওয়া তখনই সম্ভব যখন আমরা আমাদের চৈতন্যের আহ্বানকে অনুসরণ করি।
◘স্বাধীনতা হলো এমন একটি অবস্থান, যা নির্ভীক, চিন্তাশূণ্য এবং কর্মফলের প্রভাবমুক্ত।
◘স্বাধীনতা হলো আমাদের সমস্ত পুরনো এবং অপ্রয়োজনীয় অভ্যাস এবং বন্ধনকে অতিক্রান্ত হওয়া।
◘একজনের স্বাধীনতা যদি অন্যের স্বাধীনতাকে ব্যাহত করে, তবে সেখানে কর্মফল আকৃষ্ট হয়।
◘চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হয় তখনই যখন আত্মা তার যাত্রাপথ সম্পূর্ণ করে, এই অবস্থাকে বলে মুক্তি বা মোক্ষ।
মুক্ত-ইচ্ছা
◘মুক্ত-ইচ্ছা হলো আত্মার নিজস্ব পছন্দের বিলাসিতা।
◘মুক্ত-ইচ্ছার দ্বারাই আত্মা এই সমগ্র সৃষ্টির বুকে বিভিন্ন প্রকারের অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করে থাকে।
◘মুক্ত-ইচ্ছাই আত্মাকে তার যাত্রাপথে বিশিষ্ট করে তোলে।
◘ স্বীয় নির্বাচন কখনোই অন্যের বিচারাধীন নয় বা আরোপিত নয়
◘কোন কিছুর নির্বাচন কর্মফল আকর্ষণ করে না ঠিকই কিন্তু স্বীয় নির্বাচনের ফলশ্রুতিতে ঘটা ঘটনাবলী অবশ্যই কর্মনীতি (Law of Karma) অনুযায়ী নিয়ন্ত্রিত হয়।
সমর্পণ
◘সমর্পণ বলতে ব্যক্তির অহং-এর সমর্পন বোঝায়।
◘সমর্পণ হল ব্যক্তির ইচ্ছাকে ঈশ্বরের প্রতি অর্পণ করা।
◘সমর্পণ হল জীবনের যেকোনো পরিস্থিতিকেই অস্বীকার না করা।
◘সমর্পণ প্রেম এবং আস্থা থেকে উদগত।
◘সমর্পণ বলতে সক্রিয় সম্পৃক্ততা বোঝায় কিন্তু পরোক্ষভাবে পরিত্যাগ করা নয়।
◘পূর্ণ সমর্পিত অবস্থায় আমরা কোন কর্মকে আকর্ষণ করি না।
◘সমর্পণ হল ঈশ্বরের কাছে পৌঁছনোর সংক্ষিপ্ত এবং সরলতম পথ।
আমাদের অনুসরণ করুন
সমস্ত কোটেশন দেখতে ...