মন | অহংকার | কর্ম | ব্রহ্মঋষি হারমিটেজ

মন


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

মনকে বলা যেতে পারে জৈব-বিবর্তনের সর্বোচ্চ পর্যায় এবং ষষ্ঠেন্দ্রিয়। মন আমাদের সর্বোচ্চ মানব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে সাহায্য করে।

মনের প্রধান লক্ষ্য হল, মায়ার সাহায্যে জাগতিক সৃষ্টির অভিজ্ঞতা লাভ করা।

মন অন্য পাঁচটি ইন্দ্রিয়ের সঙ্গে সমন্বয় করে চলে- কর্ণ, ত্বক, চক্ষু, জ্বিহা ও নাসিকা এবং এগুলির সাহায্যে ক্রমান্বয়ে শব্দ, স্পর্শ, দৃশ্য, স্বাদ এবং গন্ধের প্রত্যক্ষণ ঘটে।

শরীর এবং মন যৌথভাবে কাজ করে এবং মস্তিষ্ককে সকল ইন্দ্রিয়ের একটি সমন্বয়কারী বিন্দু হিসেবে ব্যবহার করে।

মন-ই যাবতীয় আবেগের অধিষ্ঠান। এখানে সমস্ত স্মৃতি এবং কর্ম সঞ্চিত হয়ে থাকে।

সমগ্র মানব দেহতন্ত্রকে মন নিয়ন্ত্রণ করে এবং তাকে বিস্তৃত করার ক্ষমতাও রাখে। মনের ইচ্ছায় সমগ্র ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হতে পারে।

মনের কার্যকারিতা অতি সূক্ষ্ম এবং দুরূহ।

স্মরণ করা এবং স্মৃতি-উদ্ধার (Retrieving) করা ইত্যাদি।

অতিরিক্ত কর্মফলের বোঝা আমাদের মনকে শিথিল করে দেয় এবং আত্মিক উত্তরণে বাধার সৃষ্টি করে।

মনের পবিত্রতার উপরেই একজন ব্যক্তির সামগ্রিক শুদ্ধতা নির্ভর করে। সেই কারণে, আমাদের মনকে যাবতীয় মানসিক অশুদ্ধি তথা ষড়রিপুর হাত থেকে মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্তব্য।

মনের পঙ্কিলতা মুছে মনকে পরিশুদ্ধ করে তুলতে সাধনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


অহংকার


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

নিজের অথবা নিজ-আত্মার একটি ভুল পরিচয়ের নামই হল অহংকার ।

নিজের আত্মার সঙ্গে সম্পর্কিত হওয়ার পরিবর্তে নিজের শরীর অথবা মনের সঙ্গে আমিত্বকে সংযুক্ত করাই হল অহংকার ।

অহংকার তখনই জাগ্রত হয়, যখন আমাদের আত্মা আমাদের শরীরের মধ্যে থেকে এই পার্থিব শরীরকেই সত্য মনে করে এবং নিজের প্রকৃত পরিচয় ভুলে যায়।

মন এবং মায়াই অহংকারকে জন্ম দেয়।

মন এবং মায়াই এই অহংকারকে জন্ম দেয়।

অহংকার সীমাবদ্ধ করে। অহংকার ভুল পথে পরিচালনা করে।

অহংকার সীমাবদ্ধ করে। অহংকার ভুল পথে পরিচালনা করে।

অহংকার সাধনার পথে চলে আসে এবং আত্ম-সাক্ষাৎকারের লক্ষ্যে উন্নতি করার পথে বাধার সৃষ্টি করে।

একমাত্র ভালোবাসা থাকলেই সকল অহংকার বিলীন হয়।


কর্ম


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

কর্ম হল আমাদের যে কোন কাজের ফল।

যে উদ্দেশ্যে কোন কর্ম (কার্য) সংঘটিত হয়, তার উপর নির্ভর করে যে, তা কি ধরনের শুভ অথবা অশুভ কর্মচিহ্ন আকর্ষণ করবে এবং একেই 'সুকর্ম' অথবা 'কুকর্ম' বলা হয়।

সুকর্ম সুখ এবং কুকর্ম দুঃখ বয়ে আনে।

এই ধরনের কর্মচিহ্ন একই ধরনের ভালো অথবা খারাপ কর্মকে আকর্ষণ করে ও প্রভাবিত করে এবং তা একটি প্রবণতায় পরিণত হওয়ার মাধ্যমে, ক্রমশ আমাদের স্বভাবে পরিণত হয়ে যায় এবং সেইটি আমাদের নিয়তি তৈরি করে।

কর্মচিহ্নগুলি শরীর এবং মনে গেঁথে যায়।

যখন আমরা কোন কাজ অহংকারের দ্বারা বশীভূত হয়ে করি তখন আমাদের মন, অশুভ কর্মচিহ্নগুলিকে নেতিবাচক রূপে(Arishadvargas) অথবা ছয়টি নেতিবাচক প্রবণতা হিসেবে প্রদর্শন করে।

যখন আমরা কোন কাজ আমাদের আত্ম-সচেতনতার(Soul Awareness) সাথে করি এবং 'আমি কর্মকর্তা' এই চিন্তা বর্জন করে অথবা সমর্পিত অবস্থায় করি, তখন আমরা কোন কর্ম আকর্ষণ করি না। এই ধরনের কর্মকে কর্মযোগ বলা হয়।

কর্ম যা ভালো অথবা খারাপ উভয় ক্ষেত্রেই আমাদের মনের স্মৃতিতে এক ধরনের ভার তৈরি করে এবং সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।

কর্মের ফলেই আমরা আত্মা হিসেবে এই পৃথিবীতে আবদ্ধ থাকি, যার ফলে আমরা ঊর্ধ্বগামী হতে পারি না।

কর্মের ফলেই জীবন ও মৃত্যুচক্র সংঘটিত হয়।

এই জীবনের উদ্দেশ্যই হল, আমাদের কর্মগুলিকে মুক্ত করা, এই জীবন ও মৃত্যুচক্র ভেঙ্গে দেওয়া এবং আমাদের প্রকৃত আলোক-গৃহে ফিরে যাওয়া।