সৎজ্ঞান যোগ সাধনা
ব্রহ্মঋষি হারমিটেজ "সৎজ্ঞান যোগসাধনা" বা Satgynana Yoga Sadhana (SYS) নামে একটি বিশেষ কার্যক্রমের সূচনা করেছে, যার মাধ্যমে সূক্ষ্ম ব্যায়াম, সূর্য নমস্কার, সুনির্দিষ্ট কিছু যোগাসন, প্রাণায়াম এবং ধ্যানশিক্ষা প্রদান করা হয়। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি বিশেষভাবে বিবিধ কর্মক্ষেত্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সহায়ক, যাতে সেই সমস্ত প্রতিষ্ঠান এবং কর্মস্থলের কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে তাঁদের কার্যক্ষমতার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে এই প্রকল্প সহায়তা করতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা তাঁদের নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে আরও সমৃদ্ধ করে তোলার মাধ্যমে নিজেদের সৃজনশীলতার উন্নতি করতে পারেন এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটি প্রতিষ্ঠানের দলগত কার্যকারীতার সর্বোচ্চ সম্ভাবনাকে বৃদ্ধি করতে সহায়তা করাই এই "সৎজ্ঞান যোগসাধনা" কার্যক্রমের অন্যতম লক্ষ্য। আপনি যদি আপনার প্রতিষ্ঠানে "সৎজ্ঞান যোগসাধনা"র অধিবেশন অনুষ্ঠিত করতে চান, তবে আমাদের অফিসের হেল্পডেস্কে হোয়াটসঅ্যাপ (নিম্নে উল্লেখিত) করতে পারেন অথবা আমাদের ইমেল করতে পারেন- contact@brahmarishishermitage.org
আপডেটসমূহ
-
জুন 21, 2024
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দের দ্বারা আয়োজিত "সৎজ্ঞান যোগসাধনা" (SYS) প্রকল্প অনুষ্ঠিত হয় ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (BEL) বেঙ্গালুরু ক্যাম্পাসে। এই কার্যক্রমটিতে প্রায় ১৩০ জন ছাত্র এবং কর্মী সদস্য অংশগ্রহণ করেছিলেন। গুরুদেব শ্রীদেবাত্মানন্দ শামবালা এই কার্যক্রম অধিবেশনে স্বয়ং উপস্থিত ছিলেন এবং অংশগ্রহনকারী সদস্যবৃন্দের প্রতি আধ্যাত্মিক পথনির্দেশনা প্রদান করেন।
-
জুন 10 - 14, 2024
URSC, ISRO বেঙ্গালুরুর কর্মীদের জন্য ISITE ক্যাম্পাসে ব্রহ্মঋষি হারমিটেজের তত্ত্বাবধানে "সৎজ্ঞান যোগসাধনা" বা Satgynana Yoga Sadhana (SYS) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
-
আমাদের অনুসরণ করুন
সমস্ত কোটেশন দেখতে ...