ধর্ম | আধ্যাত্মিকতা | সাধনা | দীক্ষা | ব্রহ্মঋষি হারমিটেজ

ধর্ম


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

ধর্ম হল আমাদের সত্তার মূল নির্যাস প্রেম ও পবিত্রতার প্রকৃত গুণাবলীকে ধারণ করা।

ধর্ম হল আলোর পথকে নির্বাচন করা এবং তার পক্ষ অবলম্বন করা।

ধর্ম হলো নির্ভীক ভাবে বাঁচা।

ধর্ম হলো আমাদের চৈতন্যের অনুসরণ।

যা কিছু আমরা আমাদের চেতনার বিপরীতে করে থাকি, তাই হলো অধর্ম।

আমাদের অন্তর সত্তার ধর্ম এবং অধর্মের দ্বন্দ্বই হল ধর্মযুদ্ধ।

ধর্ম এবং অধর্মের পারস্পরিক লীলাই হল মায়ার অংশ।

এখনো মহাজাগতিক নিয়ম যে সর্বদা অধর্মের ওপর ধর্মের জয় হবে।

যদি আমরা ধর্মকে ধারণ করি তবে ধর্মই আমাদের ধারণ করবে।

ধর্ম কখনো পরাস্ত হয় না।

আধ্যাত্মিকতা


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

আত্মার বিজ্ঞানই হল আধ্যাত্মিকতা।

আধ্যাত্মিকতা আমাদের ধর্ম শেখায়।

আধ্যাত্মিকতা আমাদের অব্যর্থ জ্ঞান দান করে এবং ধর্ম অনুসরণ করার শক্তি দেয়।

আধ্যাত্মিকতা হল একজনের ইন্দ্রিয় অনুভূতির উপরে উঠে নিজেকে অথবা নিজ-আত্মাকে উপলব্ধি করা।

আত্ম-সাক্ষাৎকার বা তারও উপরের স্তরে যাওয়ার জন্য আধ্যাত্মিকতা আমাদের উপযোগী কৌশল প্রদান করে।

নিজের ভেতরে অনুসন্ধান করার একটি অকৃত্রিম প্রচেষ্টাই হল আধ্যাত্মিকতার মূল ভিত্তি।

মহাঋষিগণই আমাদের আধ্যাত্মিকতার জ্ঞান দান করেছেন।

আধ্যাত্মিকতাই সকল ধর্মের নির্যাস। সেই জন্য আধ্যাত্মিকতা হল বিশ্বজনীন।

একজন আধ্যাত্মিক ব্যক্তিই জীবন এবং জীবনের বিভিন্ন পরিস্থিতির প্রতি সর্বদা একটি ইতিবাচক মনোবৃত্তি রাখতে সক্ষম।


সাধনা


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

সাধনা আর কিছুই নয়, একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর জন্য গৃহীত কিছু শৃঙ্খলা।

সাধনা হল নিরন্তর ও একনিষ্ঠভাবে কোনও একটি কাজের অভ্যাস।

আত্ম-সাক্ষাৎকার হল আধ্যাত্মিক সাধনার প্রথম লক্ষ্য।

সাধনায় আমাদের ও ঈশ্বরের মধ্যেকার দূরত্বকে অতিক্রম করতে চেষ্টা করা হয়।

সাধনা হল গুরুর নির্দেশের অনুসরণ।

সাধনা হল আত্মার ডাক , যে কোনও বয়সেই সেই ডাকে সাড়া দিয়ে সাধনা শুরু করা যেতে পারে।

সাধনায় আস্থা, ধৈর্য এবং গ্রহীতার মনোভাব প্রয়োজন।

সাধনা, পার্থিব ও আধ্যাত্মিক জীবনের মধ্যে ভারসাম্য রেখে চলার মতো মানসিক পরিপক্কতা দান করে।


দীক্ষা


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

দীক্ষা হল একজন গুরুর থেকে আধ্যাত্মিক অনুসন্ধানকারীর( Spiritual Seeker) মধ্যে আধ্যাত্মিক শক্তির স্থানান্তরকরণের প্রক্রিয়া।

দীক্ষার সময় আত্মাকে তার উৎসের( আলো ) সঙ্গে সংযুক্ত করা হয়।

একমাত্র গুরুর কৃপাতেই দীক্ষালাভ সম্ভব হয় ।

দীক্ষা পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের শরীর-মন আত্মাকে সমগ্রভাবে পরিশুদ্ধ করে এবং দিব্য শক্তি গ্রহণ করে সাধন প্রক্রিয়াকে সাহায্য করে।

দীক্ষা, সাধনা আরম্ভ করা এবং গুরুর প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়াকে চিহ্নিত করে।

একজন সাধক যখন সাধনাতে অগ্রসর হতে থাকে , তার দীক্ষার প্রক্রিয়া এগিয়ে চলতে থাকে।

উচ্চস্তরে দীক্ষার অনুশীলনের দ্বারা আধ্যাত্মিক অগ্রগতি চিহ্নিত করা হয়। এই ধরনের প্রত্যেকটি দীক্ষাই উন্নতির এক-একটি মাইলফলক (Milestone)।